এ যুগের সম্রাট নেপোলিয়ন কিংবা আলেকজান্ডার দি গ্রেট
লিখেছেন লিখেছেন আমীর আজম ০৯ অক্টোবর, ২০১৩, ০৯:৪৮:০৮ সকাল
তখনকার যুগ ছিল শক্তি প্রদর্শনের যুগ। কে কার থেকে বেশি শক্তিশালী। কে বেশি সাহসী। কার রণকৌশল কত বেশি কার্যকরী। চলত এসবের প্রতিযোগিতা।
নানা রকম বাধা এবং প্রতিকূলতা অতিক্রম করে যারা তাদের বীরত্ব দেখাতে সক্ষম হয়েছিলেন তাদের মধ্যে যুগ শ্রেষ্ঠ হয়ে আছেন আলেকজান্ডার দি গ্রেট কিংবা সম্রাট নেপোলিয়ন।
কিন্তু বর্তমান যুগ শক্তি প্রদর্শনের জন্য নয়। বুদ্ধিমত্তা প্রদর্শনের। নানা রকম প্রতিকূলতা যাদের তীক্ষ্ণ মেধাকে দমিয়ে রাখতে পারবে না। ছাই চাপা আগুনের মত যা ভিতরে ভিতরে জ্বলবে। এরাই এ যুগের বীর যোদ্ধা।
...........................................
নীলফামারী জেলার জলঢাকা উপজেলার দক্ষিণ দেশিবাই এর অদম্য মেধাবী মোঃ মানিক মিয়া। তার বাবা একজন সাধারণ ভ্যান চালক।
সে এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে রংপুর মেডিকেলে পড়ার যোগ্যতা অর্জন করেছে। কিন্তু তার বাড়িতে কোন আনন্দ নাই। অজানা আশঙ্কায় কেমন যেন একটা থমথমে পরিবেশ বিরাজ করছে।
মেডিকেলে পড়ার এত ব্যয়ভার কেমন করে বহন করবে তার পরিবার?
কিন্তু আমি জানি সে পারবে। তার বাবার দ়ঢ় উচ্চারণ, "নিজের শরীরের রক্ত বিক্রি করে হলেও আমার ছেলেকে ডাক্তার বানাব। "
চলে আস বন্ধু। রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাস তোমার আগমনের অপেক্ষায়। আশা করি এ ক্যাম্পাসে তোমার পদচারনা হবে সম্রাট নেপোলিয়ন কিংবা আলেকজান্ডার দি গ্রেটের মত।
বিষয়: বিবিধ
১৪২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন